চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা!
আকাশ দাশ সৈকত ,
চমক রেখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত।
আর কিছুদিন পর ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার জন্য ইতিমধ্যে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের ভারতীয় দলে চমক হিসেবে থাকছে তরুণ উইকেটকিপার ব্যাটার ইশান কিষান এছাড়া রিংকু সিং আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে। তাছাড়া সূর্যকুমারের সহকারি হিসেবে দেখা যাবে অক্ষর প্যাটেলকে। অন্যদিকে সদ্য সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের সবাই আছে ভারতের বিশ্বকাপ দলে।
উল্লেখ্য বিশ্বকাপের আগেই ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সান্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ।