সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সেবামূলক প্রতিষ্ঠান মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ীর আয়োজনে ২২৬ জন প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী।
বুধবার(১৭ ডিসেম্বর) দুপুরে তাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এ উপহার সামগ্রী তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সংগঠক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন , দৈনিক কালবেলা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন।
অনুষ্ঠান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে শিশু ও তাদের পরিবারের মাঝে ডাবল কম্বল, স্বাস্থ্যসামগ্রী, পুষ্টিকর খাবার, ডিম, ডাল এবং দুপুরের খাবার হিসেবে চিকেন পোলাও বিতরণ করা হয়।
এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।