মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর-২৫ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যােগে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা চট্টগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মহানগরে অবস্থিত চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্ত হয়।
এসময় স্মৃতিসৌধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দিন সালাম মিঠু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ বদরুল খায়ের চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম সুমন, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজ্জাদ,ইদ্রিস পানু,যুবদল নেতা রবিউল হোসেন বাদশা সাবেক ছাত্রনেতা মিসকাত সহ বিভিন্ন উপজেলা উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।