গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার,পেনা,ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত
মকবুলহোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পৌরশহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার, পেনা অপসারণ ও পৌরশহর এলাকার রাস্তার পার্শ্বে ও ড্রেনের উপর ফুটপাত মুক্ত করণে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা হয়।
গফরগাঁও উপজেলা কমিশনার ভূমি আমির সালমান রনির এ ভ্রাম্যমান মোবাইল কোট পরিচালনা করেন। গফরগাঁও থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভা কর্মকর্তা অভিযান পরিচালনা সহায়তা করেন।প্রশাসনের এই উদ্যোগকে পরবাসী স্বাগতম জানিয়েছেন।