শিরনামঃ-অথৈ শ্রদ্ধাঞ্জলী!(বিনম্র শ্রদ্ধা)
কবি ---এম এইচ রশীদ
(শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে)
ঠকঠক ঠক স্যার বাহিরে আসুন-
১৪ই ডিসেম্বর, এক কালো দিন-
বাংলার মাটিতে নেমেছিল অন্ধকারের ছায়া।
বুদ্ধিজীবীদের হত্যা, এক নৃশংস ঘটনা-
পাকিস্তানি হানাদার, আল-বদরের দোসরদের
যৌথ প্রজযোনা।
শহীদ হলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান-
জ্ঞানের আলো,
দেশের গর্ব,
মানবতার প্রাণ
তাদের হত্যা করে, শত্রু করেছিল ভুল
বাংলার মাটিতে, জন্ম দিয়েছিল অমর শহীদদের দল।
গোলাম মোস্তফা, মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার
আফতাব আলী, সেলিনা পারভীন, আরও অনেকেই
তাদের স্মরণে, আমরা আজও করি শ্রদ্ধার্ঘ।
তাদের আত্মত্যাগ, আমাদের জন্য এক মহান শিক্ষা-
যুগ যুগ তারা দিয়েছে, মাথা না নোয়াবার দিক্ষা।
বাংলার মাটি, রক্তে ভেজা
শহীদদের আত্মা, আমাদের
স্বাধীনতার জন্য, তারা নিয়েছিল প্রাণের ঝুঁকি
তাদের স্মরণে, আমরা করি শ্রদ্ধা, জানাই অমর বীরদের প্রতি অথৈ শ্রদ্ধাঞ্জলী।