বিপিএল খেলতে আসছেন মঈন আলি!
আকাশ দাশ সৈকত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর খেলতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। জানা গেছে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বিপিএল শুরু হতে বাকি আর কয়েকটা দিন। ইতিমধ্যে নিলাম থেকে নিজেদের পছন্দমতো তারকা ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া নিলামের বাইরে থেকেও সরাসরি চুক্তিতে নিজেদের দল সাজাতে ব্যস্ত তারা। আসন্ন আসরে এইবার সিলেট খেলছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স নিয়ে। একের পর এক চমক দেওয়া টাইটান্সদের দলে এইবার নতুন সংযোজন ইংলিশ তারকা মঈন আলি।
বিপিএলের চার আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে মঈন আলির। এর মধ্যেই ২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দু’বার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে মঈন আলিকে।
তবে তার আগে ইংল্যান্ডের আরেক আনক্যাপড খেলোয়াড় ইথান ব্রুকসকে নিজেদের দলে ভিড়িয়েছে সিলেট।