ওসমানীনগরে বিলাস পরিবহনের টিকিট কাউন্টারের শুভ উদ্বোধন
হাবিবুর রহ্মান বাবুল ,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিস বিলাস পরিবহনের নতুন টিকিট কাউন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কাউন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিলাস পরিবহনের ঢাকা–সিলেট রুটের ম্যানেজার মিলন সরকার, সিলেট রুট ম্যানেজার আহমেদ হুজাইফা, গোয়ালাবাজার শাখার ম্যানেজার ইব্রাহিম খান ইমন। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন শুকুর আলী, আব্দুল মালিক, মো: আয়ূব আলীসহ অনেকে।
নতুন কাউন্টার চালুর মাধ্যমে যাত্রীদের টিকিট সংগ্রহ, ভ্রমণ তথ্য জানা এবং সার্বিক সেবায় আরও সহজতা আসবে বলে আয়োজকরা জানান। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিলাস পরিবহনের সার্ভিস আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।