সাংবাদিকতার জন্য সংগঠন বা প্রেসক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়।
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের শহর ও গ্রাম—সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা প্রায়ই একই প্রশ্নের মুখোমুখি হন:
“আপনি কোন সংগঠনের সদস্য?” বা “কোন প্রেসক্লাবের সদস্য?”
কিন্তু সত্য হলো, সাংবাদিকতা করার জন্য কোনো সংগঠন বা প্রেসক্লাবের সদস্য হওয়া আইনগতভাবে বাধ্যতামূলক নয়। বাংলাদেশের সংবিধান, তথ্য মন্ত্রণালয়ের নীতিমালা বা প্রেস কাউন্সিল আইন কোথাও সাংবাদিক হওয়ার জন্য সংগঠন-সদস্য থাকা আবশ্যক উল্লেখ করে না।
সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ, সাংবাদিকতা একটি সাংবিধানিক অধিকারভিত্তিক পেশা, যা কোনো সংগঠনের সদস্য হওয়ার সঙ্গে আবদ্ধ নয়।
বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকতার মূল মানদণ্ড হলো—আপনি কোন গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন কি না। যারা সাংবাদিকদের সংগঠন বা প্রেসক্লাবের সদস্য হওয়া নিয়ে প্রশ্ন করেন, প্রায়শই তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের হয়রানি বা কাজকর্মে বাধা সৃষ্টি করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যের যথার্থতা বজায় রেখে জনগণকে সংবাদ পৌঁছে দেওয়াই তাদের প্রধান কর্তব্য।
ধন্যবাদান্তে,
মোঃ শামীম শাহরিয়ার
বিশেষ প্রতিনিধি, জাতীয় দৈনিক ঐশী বাংলা।
সভাপতি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ গাজীপুর।