আইপিএলের চুড়ান্ত নিলামে ৭ বাংলাদেশি!
আকাশ দাশ সৈকত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের চুড়ান্ত নিলামের জন্য জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলাম থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। আগে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার ড্রাফটের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ৩৫০ জনের নাম চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ । যেখানে নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার।
তারা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
এইদিকে আইপিএলের সর্বোচ্চ ক্যাটাগরি ২ কোটি রুপির ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাছাড়া তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলামের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি অন্যদিকে রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি।