সিলেটের হয়ে বিপিএল মাতাবেন সাইম আইয়ুব!
আকাশ দাশ সৈকত
গুঞ্জন শোনা গিয়েছিলো আগেই, এবার হলো সত্যি সিলেট টাইটান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন পাকিস্তানের তারকা ওপেনার সাইম আইয়ুব।
বিপিএল শুরু হতে বাকি আছে মাত্র কয়েকটা দিন। নিলাম থেকে নিজেদের পছন্দমতো ক্রিকেটার দলে নেওয়ার পাশাপাশি সরাসরি চুক্তিতেও দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এইবার আগে থেকে গুঞ্জন শোনা গেলেও সেই গুঞ্জন সত্যিই করে সিলেট টাইটান্সে যোগ দিলেন সাইম আইয়ুব । আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ । এছাড়া এর আগেই সরাসরি চুক্তিতে সিলেট দলে ভিড়িয়েছিলো আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে।
এইদিকে সিলেটের হয়ে বিপিএল মাতাতে উন্মুখ হয়ে আছেন সাইমও। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এই মৌসুমে সিলেটের হয়ে বিপিএল খেলতে আমি আসছি। আশা করি, সফংল একটি মৌসুম কাটবে। সিলেটের ভক্তদের সামনে খেলার জন্য আমার তর সইছে না।’