ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হাবিবুর রহমান বাবুল ,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন দেশমাতা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘদিন নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (রবিবার) রাত ৮টায় ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় গোয়ালাবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, সদস্য সচিব লয়লুছ মিয়া, সাইদুর রহমান, লুকমান আহমেদ, শামিম আহমদ শাহীন, রেজাউল ইসলাম, কাজী শওকত, আনোয়ার হোসেন, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন গোয়ালাবাজার দক্ষিণ জামে মসজিদর ইমাম মওলানা সাদিক আহমেদ । মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং এম ইলিয়াস আলীর নিরাপদ প্রত্যাবর্তনের প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে শিরনী বিতরণ করা হয়।
ওসমানীনগর নিউজ