একটু কর খোঁজ
তাছলিমা আক্তার মুক্তা
চল-চাতুরী বন্ধ করে
একটু কর খোঁজ ,
কেমন করে কাটে রাত্রি
কেমন কাটে রোজ ।
ভালোবাস বলেছিলে
দিতে পার প্রাণ ,
এখন বুঝি ভুলেই গেছো
তারি সুবাস ঘ্রাণ ।
বদলে ফেলেছো মনপাখি
বদলে নিয়েছো পথ ,
প্রয়োজন তো আর পরে না
আমার মতামত ।
ভালো থেকো দোয়া করি
সুখের জীবন গড় ,
সুখের চেয়ে দামী যে প্রেম
জীবনের চেয়ে বড়।
বলবো না খোঁজ নিতে আমার
দেবোনা খোঁজ জোর করে ,
সুখে থেকো ভালো থেকো
সারা জীবন ভরে ।