উন্নতির শেষ নেই, স্কিলের ঘাটতি আছ"
আকাশ দাশ সৈকত
বাংলাদেশ ক্রিকেট দলের স্কিলের ঘাটতি আছে এবং দলের উন্নতির কোন শেষ নেই বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ কাজী সালাউদ্দিন ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আজ অনুশীলনে ফিরছে বাংলাদেশ দল। টাইগার কোচ ফিল সিমন্সের বিশেষ অনুশীলন ক্লাসে বাংলাদেশ দলের সাথে আরো উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাহকারী কোচ সালাউদ্দিন ।
সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন জানান, 'উন্নতির আসলে শেষ নেই। আপনারা প্রায়ই বলেন আমাদের স্কিলে ঘাটতি আছে, সেটা আমরাও জানি। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে কাজ করার সময় পাওয়া যায় না। এই ক্যাম্পটা খেলোয়াড়দের ঘষা-মাজার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে ভালো শটও অনেক সময় ফিল্ডারের কাছে চলে যায়, এগুলো সামলানোর দক্ষতা বাড়ানোই লক্ষ্য।'