ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গোয়ালাবাজার জোনের উদ্যোগে সকালের নাস্তা ও মতবিনিময় সভা
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গোয়ালাবাজার জোনের উদ্যোগে কর্মীদের নিয়ে সকালের নাস্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে গোয়ালাবাজার জোন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জোন প্রধান জাবিরুন নেছা, ও সহকারী জোন প্রধান সুমা বেগম। এছাড়াও জোনের সকল কর্মকর্তা–কর্মচারী সভায় অংশগ্রহণ করেন।
সভায় কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহক সেবা উন্নয়ন, বীমা সেক্টরে স্বচ্ছতা বজায় রাখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ কর্মীদের মনোবল ও কর্মউদ্দীপনা বৃদ্ধিতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভা শেষে নাস্তা পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ওসমানীনগর নিউজ