ওসমানীনগরে যুবদল নেতার দোকানে সন্ত্রাসী হামলা: নগদ টাকা সহ জরুরি নথিপত্র লুট
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উমরপুর ইউনিয়নের খাদিমপুর বাজারে অবস্থিত খাদমপুর ড্রাগ হাউজে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সংঘবদ্ধ সন্ত্রাসী দল আকস্মিকভাবে দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় দোকানের কেশ ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী যুবলীগ এর একটি সন্ত্রাসী চক্র জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
হামলার ঘটনায় দোকানের মালামাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী যুবদল নেতা আহবাবুল হোসেন বলেন,
এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। আমাকে আতঙ্কিত করা ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই এই তাণ্ডব চালানো হয়েছে।
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানি ও স্থানীয় জনসাধারণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাজারে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার সামছুল জানান,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসমানীনগর নিউজ
০১/১২/২০২৫