গাজীপুরে নিজমাওনা মাক্কির মোর থেকে বি আর টি সির সার উদ্ধার
মোঃ সুলতান মাহমুদ ,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে নিজমাওনা মাক্কির মোড় বিআরটিসি'র সার চোরাই পথে পাচারের সময় স্থানীয়দের সহযোগিতায় আটক করেন শ্রীপুর উপজেলা বিএনপি ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য মোঃ আবু বকর সিদ্দিক।
নিজমাওনা বাজারের সারের ডিলার আফির উদ্দিন, জসিম উদ্দিন এবং গাজীপুর বাজারের সারের ডিলার মোঃ আতাব উদ্দিন এই সার তক্তা চালা পাচারের সময় শ্রীপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সদস্য আবু বকরের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় আটক করে মাওনা ফাঁড়ির পুলিশের নিকট বুঝিয়ে দেন। পুলিশ উক্ত সার জব্দ করে গাড়িসহ নিয়ে যায়। অবৈধ পথে সার পাচারের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আবু বকর সিদ্দিক বলেন, " এই অঞ্চলের সার অন্যত্র পাচার করে এই অঞ্চলে স্যারের সংকট সৃষ্টি করাই ছিল এর মূল লক্ষ্য।