ময়মনসিংহে গাঁজাসহ ০১ জন মহিলা আসামী গ্রেফতার
মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোছাঃ রাছনা আক্তার (৩৫), পিতাঃ আলম উল্লাহ, স্বামীঃ হীরা বেপারী, সাং- পশ্চিম লইয়ারকুল, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকাসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।