ফুলপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী
অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসনে ঘোষিত প্রাথমিক মনোনয়ন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে নীরবতা নেমে এসেছে বলে নেতারা দাবি করেন।
মানববন্ধনের প্রধান অতিথি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বলেন,আজকের মানববন্ধনের একটিমাত্র উদ্দেশ্য হলো আমাদের ফুলপুর তারাকান্দা ১৪৬ ময়মনসিংহ ২-আসনে যে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন টা সাধারণ মানুষ তথা দলীয় লোকজন সেটাকে পছন্দ করতেছে না। আপনারা যদি এই দেশের মানুষ সাধারণ মানুষ রিক্সাওয়ালা ঠেলা ওয়ালা চাকুরীজীবী ডাক্তার ইন্জিনিয়ার যারা আছে প্রত্যেকের খোঁজখবর নেন তাহলে বুঝতে পারবেন। এই প্রার্থী যে দেওয়া হয়েছে এই প্রার্থীর ব্যাপারে সকলেরই অনীহা আছে।কারো মুখে হাসি নেই।
“ফুলপুর-তারাকান্দা আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর মানুষ চুপচাপ হয়ে গেছে। এলাকার মানুষ যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে নিয়ে মাঠপর্যায়ে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাই—মাঠ পর্যায়ের সঠিক তথ্য যাচাই করে জনগনের সঙ্গে কথা বলে তাদের মতামত বুঝে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হোক। তা না হলে এ আসনে বিএনপি জয় পাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।”
অন্যান্য বক্তারা বলেন, তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দিলে নির্বাচন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংগঠনের ঐক্য ও জনসমর্থন ধরে রাখতে স্থানীয় নেতৃত্বকে মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তাঁরা।
মানববন্ধন শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।