ফুলপুরে পৈত্রিক জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে ওঠেছে। আব্দুল্লাহ মিয়াদের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে—এমন অভিযোগের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নের মৃত মাইনুদ্দীনের ছেলে আব্দুল্লাহ ও তার পরিবার দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমির দখলে রয়েছেন। তাদের দাবি, বহু বছরের পৈত্রিক এসব জমি সম্প্রতি প্রতিপক্ষ কালু মিয়া গং জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে। তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় জমিতে প্রবেশ করে চাষাবাদে বাধা সৃষ্টি করছে এবং দখলের উদ্দেশ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে।
স্থানীয় মুরব্বিদের ভাষ্য, জমিটি আব্দুল্লাহ মিয়ার দাদা–বাবার দখলে ছিল এবং বর্তমানে তাদের পরিবারেরই ভোগদখলে রয়েছে। তারা বলেন, কিছুদিন আগে কালু মিয়া কৃষক লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক দায়িত্বশীল নেতা থাকাকালে তার অনুসারীরা জমি দখলে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। যদিও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারপরও কালু মিয়া গংয়ের লোকবল থাকার কারণে এবং আব্দুল্লাহদের পরিবারের বেশিরভাগ সদস্য প্রবাসে বা ঢাকায় থাকায় দখলচেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি আমন ধান কেটে নেওয়ারও পাঁয়তারা চলছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে এলাকায় একাধিকবার সালিস–দরবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ থেকেও ঘটনার তদন্ত শেষে আব্দুল্লাহদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানা যায়। এবং থানয় একটি দরবার হয় সেখানেও বলা হয় এবারের ফসল আবদুল্লাহ এর লোক জন কাটবে পরে ধান কাটার পর সকলে বসে সিদ্ধান্ত দেয়া হবে। তবুও প্রতিপক্ষের দখলচেষ্টা থামেনি বলে অভিযোগকারীদের দাবি।
অভিযুক্ত কালু মিয়ার ছোট ভাই আইয়ুব আলী মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি দীর্ঘদিনের জমি বিরোধ থেকে উদ্ভূত। জমিটির ওপর আমাদেরও মালিকানা দাবি রয়েছে এবং আমাদের নিকট বৈধ কাগজপত্রও আছে।”
জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন