ঝালকাঠির রাজাপুরে পৈতৃক সম্পত্তির বিরোধে মামাতো ভাই কর্তৃক ফুফাতো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
নিজস্ব সংবাদদাতা:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মামাতো ভাই কর্তৃক ফুফাতো দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত সোমবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শুকতাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাত্র ছয় শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল দু’পক্ষের মধ্যে। মামলার বাদী আহত মোহাম্মদ মামুন ও তার ছোট ভাই কামরুল জানান—বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও আবুল কালাম কোনো সিদ্ধান্ত মানতে চাননি এবং জোরপূর্বক জমিটি নিজের দখলে রাখতে থাকেন।
ঘটনার দিন সকালে আবুল কালাম ফোন করে মামুনকে চায়ের কথা বলে বাইরে ডাকেন। মামুন বাড়ির রাস্তা পেরিয়ে বাজারের দিকে উঠতেই ওত পেতে থাকা আবুল কালাম, তার পরিবারের সদস্যরা এবং ভাড়াটিয়া সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—কুড়াল, রামদা, দা ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এলাকার সাধারণ মানুষ জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা–হাঙ্গামাকারী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। জমি নিয়ে একাধিকবার বিরোধ সৃষ্টি করলেও তিনি কোনো সালিশ বা সামাজিক রায় মানেন না বলে অভিযোগ রয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।