এমদাদুল হক তুহিন আমাদের জন্য এক অনুপম আদর্শ ---মোঃ মিনহাজ উদ্দিন
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান সাবেক উপজেলা নির্বাচন অফিসার মারহুম এমদাদুল হক তুহিন আমাদের জন্য এক অনুপম আদর্শ। তাঁর মাধ্যমে আমাদের এলাকার অনেক উন্নয়ন মূলক কাজ সম্পাদিত হয়েছে। তিনি আমাদের গুণিজন। আর গুণিজনের সম্মান করা সামাজিকতার অপরিহার্য দাবি। ড. মুহাম্মাদ শহীদুল্লাহ বলেছিলেন, "যে সমাজে গুণিজনের সম্মান করা হয় না সে সমাজে গুণিজন জন্মায় না।" এজন্য আমাদের সমাজে যাদের মাধ্যমে সামান্যতম হলেও কল্যাণ ও উন্নয়ন সাধিত হয় তাদের সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক উপজেলা নির্বাচন অফিসার মারহুম এমদাদুল হক তুহিন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার ইসমাঈল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান। জাতীয়তাবাদী দল বিএনপির ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ এখলাছুর রহমান এবং জাতীয়তাবাদী কৃষকদল ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামরুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা শিহাব উদ্দিন, দারুল উলূম ফতেহপুর নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা খলিলুর রহমান, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখতার আহমদ, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফরিদ আহমদ শামীম, বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন আহবায়ক মাস্টার মনির উদ্দিন, চাকরিজীবী ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সেলিম আহমদ, হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার কুতুবউদ্দিন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইয়াহইয়া আহমদ এবং ফতেপুর শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ৬নং ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ হেলু, ছাত্র দল নেতা জসিম উদ্দিন মুন্না প্রমুখ। মাওলানা আখলাক হুসাইনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আলোচনা সভা ও দোয়া মাহফিল গোসাইনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহর দোয়ার মাধ্যমে শেষ হয়।