ফুলপুরে জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের আশাবট গ্রামে পৈত্রিক জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক আবু সাইদ জানান, মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন দলবল নিয়ে এসে তার রোপণ করা আমন ধান কেটে নিয়ে যায়।
জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩১শতাংশ জমি দীর্ঘদিন ধরে আবু সাইদ ও তার পরিবারের দখলে রয়েছে। গত কিছু দিন পূর্বে তিনি ওই জমিতে আমন ধান রোপণ করেন। এদিকে দীর্ঘদিনের দখল থাকা সত্ত্বেও মৃত নুরা ফকিরের ছেলে মকবুল হোসেন ও লিয়াকত আলী দাবি করতে থাকেন যে জমিটি তাদের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিভেদ নিরসনে আবু সাইদ আদালতের শরণাপন্ন হন। ময়মনসিংহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হলে আদালত বিবাদীদের বিরুদ্ধে প্রসিডিং জারি করেন। মামলার পরও উত্তেজনা না কমায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের উপস্থিতিতে ফুলপুর থানায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে সিদ্ধান্ত হয়— “যার দখলে জমি আছে, আপাতত তারই দখলে থাকবে; ফসল কাটার পর জমি মেপে স্থায়ী নিষ্পত্তি হবে।” বৈঠকের সিদ্ধান্তে আপোষ নামায় উভয় পক্ষ স্বাক্ষরও করেন।
অভিযোগ রয়েছে, সালিশি সিদ্ধান্ত অমান্য করে মঙ্গলবার দুপুরে মকবুল হোসেন, লিয়াকত আলী, মিলন, দুলাল সহ আরও বেশ কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে এসে জোরপূর্বক ধান কেটে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।