ওসমানীনগরে বসতবাড়িতে হামলা: ৪ জন আহত স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
ওসমানীনগর (সিলেট)সংবাদদাতাঃ
ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চানপুর গ্রামে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় আলমাছ উদ্দিন (৫৫) ও তাঁর পরিবারের সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী আলমাছ উদ্দিন গত ১৮ অক্টোবর সংঘটিত এ হামলার ঘটনায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন রাতে বিবাদীপক্ষের ইসলাম উদ্দিন, আলাউদ্দিন, শরিফ উদ্দিন সহ মোট ৮–১২ জন অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে আলমাছ উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। তাকে ডাক দিয়ে বলে একটু বাহিরে বেড় হওয়ার জন্য আলমাস উদ্দিন সহজসরল ভাবে ঘরের দরজা খুলে বাইরে বের হলে প্রথমে আলমাছ উদ্দিনকে দড়ি দিয়ে বেঁধে তার উপর লোহার সাবল দিয়ে হামলা চালানো হয়। তাঁর ছেলে রাজু উদ্দিন (২২) ও স্ত্রী মালা বেগম (৩৮) এবং রাইমা বেগম(১৯)
চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে এসে সন্ত্রাসী দেরকে
বাধা দিতে গেলে তাঁদের ওপরও বেধড়ক হামলা চালানো হয়। লোহার রড, কাঠের রুইলসহ বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তিনজনকে রক্তাক্ত করেন হামলাকারীরা।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় ৩ নম্বর জখমী সাক্ষি রাইমা বেগমের গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় একজন হামলাকারী। ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে।
বর্তমানে আলমাছ উদ্দিন ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পরও হামলাকারীরা দাপট দেখিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে জানান তিনি।
ওসমানীনগর থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগর নিউজ
১৮/১১/২০২৫