বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ গেল এক ৮ বছরের শিশুর।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে তাসলিমা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর বাবা মোঃ আতাউর রহমান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে. নিহত দাকোপ এলাকার বাসিন্দা। তিনি গোপালগঞ্জ উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমাম।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোঃ আতাউর রহমান গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমামতি করেন, এবং ওইখানেই পরিবার নিয়ে পরিবার নিয়ে ভাড়া থাকেন । তিনি ব্যক্তিগত কাজ সেরে , শিশু মেয়ে তাসলিমা আক্তার কে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে মোকসেদপুর ফিরছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দার ভবুক দিয়া বাস স্ট্যান্ড এলাকায় একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে মোটরসাইকেল থেকে তার শিশু মেয়েটি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থল এই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে আতাউর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, এটি কবে হৃদয় বিধায়ক ঘটনা।
বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাবার সামনেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে শিশুটির মরা দেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইননক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।