গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গুরুতর জখম।
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় একটি ৫ম তলা বাসা থেকে পোশাক শ্রমিক রহিমা বেগম নামে (৩৫) এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেন কে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিন (১৬) কে নিয়ে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫ম তলায় ভাড়া থাকেন। তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়৷ তারই জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে। পরে নিজেও একই দা নিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে৷ এঘটনা তাদের মেয়ে শারমিন (১৬) দেখেছেন বলে জানান। পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল করতে গেলে স্বামী ইমরানের পালস বুঝতে পেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয় ।
কোনাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর আমরা তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়,তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে৷ এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷