মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) ধানের শীষের কার্যালয় উদ্বোধন
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে, শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া মোড়ে নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন।
উদ্বোধন উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়, সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এম. এ. বারি ফারুক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির নেতা এম. এ. কে. খাইরুল বাশার,মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, বিএনপি নেতা আব্দুর রহিম ও আনোয়ারুল হক কালু।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ফিতা কেটে মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) ধানের শীষের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।