পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ,
চাঁপাইনবাবগঞ্জে পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সমিতি’র প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আবু হেনা আতাউল হক কমল। পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আবু বকরের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনু। সভায় উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।এদিকে সমিতির উৎসবমুখর ভোট গ্রহণ শুরু হয় সকাল১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। সভাপতি ও সম্পাদকসহ মোট ১২ টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। সমিতির মোট ভোটার সংখ্যা ১৪৫৪ জন। সদর উপজেলা সমবায় অফিসের উপ পরিদর্শক মোঃ মতিউর রহমান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন, নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ ফজলের রাব্বি রেনু ও সম্পাদক হলেন মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও নির্বাচিত হয়েছে,সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান, ক্যাশিয়ার পদে মোঃ শামসুল আলম,সদস্য পুরুষ পদে মোঃ আবু বক্কার,মোঃ আব্দুস সামাদ,মোঃ আবু তালেব, কেতাবুল হক, সদস্য মহিলা পদে মোসাঃ তানিয়া খাতুন, মোসাঃ সুলতানা বেগম,মোসাঃ রিনা ও মোসাঃ আয়েশা বেগম নির্বাচিত হয়েছে।