ওসমানীনগরে ৬ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর সিলেট সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা কৃষকদলের আওতাধীন উমরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মুক্তার হোসেন বকুল। সভায় পরিচালনা করেন উমরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী। উক্ত
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর–বিশ্বনাথ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ চেরাগ আলী চেয়ারম্যান, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস টি এম ফখর উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, গোয়ালাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সহ সভাপতি আব্দুল হাকিম,সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, এস এম মাসুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,আব্দুল জমির,জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উমর পুর ইউপি বিএনপির সভাপতি আবুল বশর,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী সাহেদ,এমরান আহমদ মিন্টু, কৃষক দলের সদস্য সচিব হাজী গনি মিয়া,মকবুল হোসেন সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন–ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা বলেন সংগঠনকে শক্তিশালী করা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং কৃষকদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ওসমানীনগর নিউজ
১৫/১১/২০২৫