আমার জীবনী আঁকা
তাছলিমা আক্তার মুক্তা
লেখালেখিটা কাল হয়েছে
ঝাল হয়েছে জীবন ,
সমাজটা বিষে বিষিয়ে গেছে
বিষিয়ে গেছে মন ।
লিখবো না প্রেমের কবিতা
জাগাবোনা আশার আলো ,
হয়তো এতেই শান্তি নিহিত
এটাই সবচেয়ে ভালো ।
ভালোর জন্য কবিতা লেখা
গল্পে ভালো থাকা ,
উপন্যাসের পুরো পৃষ্ঠায়
আমার জীবনী আঁকা ।
পড়ে দেখো সেই উপন্যাস
চিনতে পারবে আমায় ,
তুমি আমাকে কতটা দিয়েছো
আমি কি দিয়েছি তোমায় ?
আমার দেওয়াটা পরিমাণে
হয়তো খুবই অল্প ,
দুজনের লেনাদেনার খুনসুটির
লিখলাম আজ গল্প ।
বাঁচার প্রেরণা তুমি দিয়েছো
আমিও চলেছি পথ ,
আজ হয়তো স্বার্থের কাছে
বদলেছে মতামত ।