সরিষাবাড়ীতে সানসেট পয়েন্টে বকুল গাছ ভাঙ্গল দুর্বৃত্তরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীর সানসেট পয়েন্টের বকুল গাছের সাথে শত্রুতা পোশন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া এলাকায় কাজিপুর- সরিষাবাড়ী -ধনবাড়ী মহাসড়কের পাশে পথচারী ও এলাকাবাসীর বিশ্রামের সুবিধাথের্ ব্যাক্তিগত অর্থায়নে নির্মিত ‘সানসেট পয়েন্ট একটি বকুল গাছের মাথা ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল এর ব্যক্তিগত অর্থায়নে সানসেট পয়েন্ট সৌন্দর্যবর্ধন করে গড়ে তোলা হয়। এলাকাবাসীর বিনোদন, বিশ্রাম ও সৌন্দর্য উপভোগের জন্য লাগানো বকুল গাছটি অজ্ঞাত দুর্বৃত্তদের এমন ন্যক্কার জনক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, জনকল্যাণমূলক একটি স্থাপনায় বকুল গাছ ভাঙচুর শুধুমাত্র প্রকৃতির ক্ষতিই নয় এটি সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে সানসেট পয়েন্টে এ ধরনের শত্রুতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, “এটি সমাজের জন্য তৈরি একটি উন্মুক্ত সৌন্দর্যবর্ধন ক্ষেত্র। এখানে যারা এমন ভাঙচুর করেছে, তারা সমাজবিরোধী। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।”