সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী নূরুল হক অসুস্থ, খোঁজখবর নিলেন তাহসিনা রুশদী লুনা
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নূরুল হক অসুস্থ অবস্থায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি ইসলামী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সিলেট জেলা ওলামা দল একটি নীতিনিষ্ঠ, আদর্শভিত্তিক ও কর্মমুখী সংগঠনে পরিণত হয়েছে।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমান, ওলামায়ে কেরাম, শিক্ষক, ছাত্র ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি, ওলামা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা সবাই একত্রে মাওলানা কাজী নূরুল হকের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করেন এবং তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
ওসমানীনগর নিউজ
১৩/১১/২০২৫