সরিষাবাড়ীতে উজ্জ্বল সরকারের মানবিক উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ শুরু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীতে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। উপজেলা বিএনপির সদস্য ও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি উজ্জ্বল সরকার এর উদ্যোগে এ সাঁকো নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্যার পানি কমে গেলেও ঝিনাই নদীতে পারাপারে ভোগান্তিতে ছিলেন কয়েক গ্রামের মানুষেরা । এখন কাঠের সাঁকো নির্মাণের ফলে সেই দুর্ভোগের অবসান ঘটবে। সাঁকো নির্মাণে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
উজ্জ্বল সরকার বলেন, “এটি রাজনীতি নয়, এটি মানবিক দায়িত্ব। বহুদিন ধরে এলাকাবাসী নদী পার হতে কষ্ট পাচ্ছিল। তাদের মুখে হাসি ফোটানোই আমার আসল উদ্দেশ্য।”
এলাকাবাসী জানান, সাঁকোটি নির্মাণ হলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। তারা উজ্জ্বল সরকার ও কাঠের শাকুর নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।