বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা লিফলেট বিতরণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।
সভায় সঞ্চালনা করেন আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা হাফিজা আক্তার অনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল এবং শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল। এছাড়া অন্যান্য উপদেষ্টা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনলাইন জুয়া বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের বন্ধনকেও ভেঙে দিচ্ছে। সবাইকে এ আসক্তি থেকে দূরে থাকতে এবং অন্যদের সচেতন করতে হবে।
কর্মসূচিতে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ করা হয়, অনলাইন জুয়া অবৈধ, সময় ও অর্থের অপচয় ঘটায় এবং পরিবারে ভাঙন সৃষ্টি করে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জেলা সভাপতি নাফিউল হাসান মুবিন অনুষ্ঠানের শেষে বলেন, "যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।"