পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে “Empowered Living” শীর্ষক মোটিভেশনাল আলোচনা সভা
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে “Empowered Living” শীর্ষক মোটিভেশনাল আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার ১২ ডিসেম্বর সকাল ১১.টায়
পঞ্চগড় জেলার সুনামধন্য বিদ্যাপিঠ বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি “Empowered Living” শীর্ষক মোটিভেশনাল সেশন এর আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি আত্মউন্নয়ন, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিজের উপর বিশ্বাস রাখতে ও কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জন করতে; সততা, শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে; মাদক, সহিংসতা ও সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে, শিক্ষা ও জ্ঞানকে জীবন ও জাতির পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, ভালো আচরণ ও নাগরিক দায়িত্বের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।
তিনি আরো বলেন, সত্যিকারের ক্ষমতায়ন আসে জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তি থেকে— কেবল ক্ষমতা বা পদমর্যাদা থেকে নয়।
এসময়ে উপস্থিত ছিলেন
পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহমুদ,পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান, পুলিশ পরিদর্শক, পঞ্চগড় সদর থানা,
পঞ্চগড়, আশীষ কুমার শীল, পঞ্চগড়
পুলিশ পরিদর্শক (তদন্ত),পঞ্চগড় সদর থানা, মোঃ বেলাল হোসেন ,পঞ্চগড়
পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক শাখা, শেখ মোঃ আবুল হাসনাত মুসা,পঞ্চগড় এবং বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ।