গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ।
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক নেতা রাকিব উদ্দিন সরকার, বশির উদ্দিন, সুমন সরকার প্রমুখ।
বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় এ বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় একঘণ্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় নির্বাচন কমিশন ঘোষিত গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানববন্ধনের আয়োজন করে।
একপর্যায়ে মানববন্ধনটি বিক্ষোভে পরিণত হয়। মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জালিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ভোটার আধিক্য বিবেচনায় নির্বাচন কমিশনের দেওয়া গেজেট বহাল রাখার দাবী জানান বিক্ষোভকারীরা।
এর সঙ্গে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ ও ৭ দিনের মধ্যে রিট খারিজ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
এর আগে গত সোমবার বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি ও গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের যে বেঞ্চ এই রায় দেয় তার বিচারক ছিলেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল। এই রায়েল কারণেই বিচারপতি শশাঙ্ক শেখরের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা।