হালুয়াঘাটে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী হাসপাতালে
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিহতের শ্বশুরবাড়িতে।
নিহতরা হলেন—নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি গ্রামের আমির হোসেনের ছেলে রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। রতন দীর্ঘদিন ধরে স্ত্রী জুলেখার শ্বশুরবাড়ি আমিরখাকুড়া গ্রামেই বসবাস করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রতনের সঙ্গে বিয়ে হয় আমিরখাকুড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকেই রতন শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। কয়েক বছর আগে স্ত্রী জুলেখা কাজের জন্য দুবাই যান। সম্প্রতি ছুটিতে দেশে ফিরে আসেন তিনি। এরপর স্বামী রতন তাকে বিদেশ না যাওয়ার অনুরোধ করলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়।
মঙ্গলবার গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখতে পান রতন ও তার মেয়ে নূরিয়ার গলাকাটা মরদেহ পড়ে আছে। একই কক্ষে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় স্ত্রী জুলেখা খাতুনকে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”
ভয়াবহ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।