ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রহিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু তাহের সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বসার আকন্দ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল বসার আকন্দ বলেন, “আমি ৪৭ বছর ধরে বিএনপির সঙ্গে আছি। নানা প্রতিকূলতার মধ্যেও দল ছাড়িনি। মনোনয়ন বিষয়ে তিনি বলেন সম্প্রতি যেই প্রাথমিক মনোনয়নে ঘোষণা করা হয়েছে এতে ফুলপুর-তারাকান্দা অঞ্চলের জনগণ হতাশ হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানাবো, মাঠ পর্যায়ের বাস্তব তথ্য যাচাই করে যেন চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। অন্যথায় এই আসনে ধানের শীষ বিজয়ী হবে কিনা তা নিয়ে জন মনে নানা প্রশ্ন রয়েছে। আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি পূর্ণভাবে কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে মনোনয়ন রিভিউ এর ব্যাপারে দাবী জানাবো। আমরা আশা করব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন এর ব্যাপারে যে সকল ক্রাইটেরিয়া উল্লেখ করেছেন সেই বিষয় গুলোর প্রতি বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চুড়ান্ত মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নিবেন।