স্বপন ফকিরের মনোনয়ন বাতিল দাবিতে উত্তল ধনবাড়ী,মধুপুর।
মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইল ধনবাড়ী,মধুপুর বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বিএনপির দুই পক্ষ। এতে করে ধনবাড়ী,মধুপুর উপজেলা জুড়ে দলীয় বিভাজনের চিত্র আরোও স্পষ্ট হয়ে উঠেছে। গত ৭ নভেম্বর শুক্রবার মধুপুর আনারস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীরর সমথর্ক কর্মীরা । বিক্ষোভ মিছিলটি মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর অডিটোরিয়ামে শেষে হয়। মিছিল শেষে মধুপুর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া আলহাজ্ব মাহাবুব আনাম স্বপন ফকিরের মনোনয়ন বাতিল চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয় নেতাকর্মীরা। নেতাদের বক্তব্যে বলেন এডভোকেট মোহাম্মদ আলী স্থানীয় নেতা আমরা আপদে বিপদে তাকে কাছে পাই,দলের দুঃসময়েও তাকে আমরা পেয়েছি বিভিন্ন মামলায় বিএনপির নেতৃকর্মীদের জামিন করিয়েছে। আমাদের সকলে চাওয়া একটাই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এডভোকেট মোহাম্মদ আলী কে অন্য কোন প্রার্থীকে আমরা মানি না মানবো বলেন ব্যক্ত করেন। টাঙ্গাইল ১ আসনে যাকে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় মাহবুব আনাম স্বপন ফকির কে প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। তিনি তো ধনবাড়ী মধুপুরের বাসিন্দা নয়। উনার বাড়ী ভূয়াপুর। আমরা চাই আমাদের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। অন্য কোন লোক কে দিলে এটা মেনে নেওয়া হবে না বা আমরা মানি না মানবো না। বিগত দিনেও তাকে মনোনয়ন দিয়ে এই আসন টি কে আমরা হারিয়েছি। আমরা কোন ভাড়াটিয়া বা হাতি মার্কা নেতাকে মানবো না। বিগত দিনে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে টাঙ্গাইল ২ আসনে গোপালপুর ভূয়াপুর থেকে সে নির্বাচনে তিনি ধানের শীষের বিপক্ষে নির্বাচনকরে দল থেকে বহিস্কার হয়েছিলেন। এছাড়া বিগত আওয়ামীলীগ আমলে তিনি আওয়ামীলীগ মন্ত্রী আব্দুর রাজ্জাক ও টাংগাইল-২ আসনের এমপি তানভীর আহম্মেদ ছোট মনিরের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করেছেন। যা ছবি সোস্যাল মিডিয়াতে দেখা গিয়েছে বলে মধুপুর এলাকাবাসি অভিযোগ করেন।