সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তার নিজ বাসভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরুনী বলেন, “গণতন্ত্রের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও মানুষের জন্য আজীবন কাজ করেছেন। তার আদর্শ ও দেশপ্রেম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, বিএনপি একটি আদর্শিক দল, এখানে অহংকার, হুমকি বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান তিনি।
আরুনী বলেন, “আমি সরিষাবাড়ীর মাটি ও মানুষের পাশে থাকতে চাই। যারা আমাকে ভালোবাসেন, সমর্থন দেন, তারাই আমার শক্তি। সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ প্রকাশ করবেন এবং প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা করি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এবিএম রেজা। প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারীক, সাবেক আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, শফিকুল ইসলাম মিন্টু, সোহরাব আলী, আমিনুল ইসলাম, বাদল মিয়া, শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকগন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও ভাটারা বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।