কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনিরুল হক চৌধুরী: “তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত”
কুমিল্লা প্রতিনিধি:-মনিরুল ইসলাম
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর দক্ষিণ-লালমাই) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন, “তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। বিবিসির সাক্ষাৎকার প্রমাণ করেছে, তিনি দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।”
মনিরুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।