লালমাইয়ে মোবাইল কোর্টে ১০ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি:-মনিরুল ইসলাম :
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমান্দি খীশ্যা।
অভিযান চলাকালে মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৮ জন মুদি ব্যবসায়ীকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অপরাধে ২ জন হোটেল ব্যবসায়ীকে ২২,০০০ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ১০টি মামলায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে লালমাই থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান উপজেলা প্রশাসন, লালমাই অব্যাহত রাখবে বলে জানানো হয়।