মৌদুদী সনদে এ দেশের মানুষ কে ঐক্যবদ্ধ করা যাবে না- শামীম তালুকদার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ও ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, মৌদুদী সনদে এ দেশের মানুষ কে ঐক্যবদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিাবার সন্ধায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন সাবেক ৩ নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারাকান্দি ট্রাক চত্ববে বিশাল জনসভায় প্রধান অতথিীর বক্তব্যে এ কথাগুল্ োবলেছেন তিনি।
তিনি আরও বলেছেন, এ দেশে গুপ্ত হত্যা শুরু হবে। আমরা ন্যায় ইনসাফ ভিক্তিক মাদক ও দূনীতি মুক্ত সরিষাবাড়ী গড়ে তুলতে চাই। তাই আমরা সবাই এক হয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
উক্ত বিশাল জনসমাবেশে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ মামুন অর রশীদ ফকির সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ও ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন। বিশেষ অতিথী হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন বক্তব্য রাখেন। এতে পরিচালনা করেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম , পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। বিশাল জনসভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পোগলদিঘা ওয়ার্ড বিএনপি'র এই সভাকে জনসভায় পরিণত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।