বিএনপির দুঃসময়ে রাজপথে জননেতা মনিরুল হক চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি :-মনিরুল ইসলাম
ওয়ান-ইলেভেনের সেই দুঃসময়ে যখন অনেক নেতা গণমাধ্যমে কথা বলতে ভয় পেতেন, অনেকে মোবাইল ফোন বন্ধ রাখতেন—তখনও অটল সাহস ও দায়িত্ববোধ নিয়ে দলের হয়ে মাঠে ছিলেন জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তৎকালীন বিএনপি মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেনের পাশে থেকে তিনি দলকে সংগঠিত রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে কখনোই রাজপথ থেকে সরে যাননি তিনি। ঢাকার রাজপথে বিএনপির নানা কর্মসূচি, মিছিল, ও আন্দোলনে সবসময় সক্রিয় উপস্থিতি ছিল তার। দমন-পীড়নের ভয় উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা।
দলের একাধিক নেতার ভাষ্যে, বিএনপির ইতিহাসে এমন একটিও আন্দোলন নেই যেখানে মনিরুল হক চৌধুরী রাজপথে ছিলেন না। দলের দুঃসময়ে নির্ভীক নেতৃত্ব ও ত্যাগের প্রতীক হিসেবেই তিনি আজ দলের নেতা-কর্মীদের প্রেরণার উৎস।
ঢাকার রাজপথে বিভিন্ন সময়ের আন্দোলন ও কর্মসূচিতে জননেতা মনিরুল হক চৌধুরীর সক্রিয় উপস্থিতির দৃশ্য।