গাজীপুরের শ্রীপুর বরমীতে গতরাতে অস্ত্রসহ আটকের ঘটনায় এনামুল হক মোল্লার সহদর ছোট ভাই আশরাফ মোল্লার বক্তব্য।
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এনামুল হক মোল্লাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হলো! গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক মোল্লাকে গতরাতে এক ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত নাটকের মাধ্যমে 'অস্ত্রসহ আটক' দেখিয়েছে যৌথবাহিনী। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন—রাত ১টার দিকে কয়েক দফা তল্লাশির নামে এনামুল হক মোল্লার বাড়িতে হানা দেয় যৌথবাহিনীর সদস্যরা। কোনো কিছু না পেয়ে পরবর্তীতে বাড়ির মূল গেট ভেঙে জানালা দিয়ে প্রবেশ করে সেনাবাহিনী, পুলিশ ও সিভিল পোশাকের কয়েকজন ব্যক্তি।
বাড়িতে ঢুকেই তারা প্রথমে সিসি ক্যামেরার সব সরঞ্জাম ভেঙে ফেলে, ডিডিআর বক্স জব্দ করে— যেন কোনো ভিডিও প্রমাণ অবশিষ্ট না থাকে! এরপর তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যক্তিগত মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে এগিয়ে আসলে মাইকিং করে ঘোষণা দেওয়া হয় — 'যদি কেউ বাড়ির দিকে আসে, তাকে গ্রেফতার করা হবে!
মাত্র তিনতলা একটি ছোট বাড়িতে প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশির নামে তাণ্ডব! অবশেষে ভোর ৫টার দিকে এনামুল হক মোল্লাকে নিয়ে যাওয়া হয় শ্রীপুর থানায়। এটি কোনো আইন-শৃঙ্খলা রক্ষার অভিযান নয়, বরং একটি নির্বাচনী ষড়যন্ত্র ও ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার অংশ! গণতান্ত্রিক অধিকারের ওপর এমন প্রকাশ্য আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না!"