ধর্মসাগরে শিল্পকর্ম ভেঙে গেলেও আসছে আধুনিক রূপে নতুন স্থাপনা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটি কর্পোরেশনের অর্থায়নে ধর্মসাগর দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়ে স্থাপিত শিল্পী জুনায়েদ মোস্তফার নির্মিত শিল্পকর্মটি একটি গাছ পড়ে ভেঙে গেছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভেঙে যাওয়া শিল্পকর্মটি পুনরায় স্থাপন করা হবে এবং এবার তা আরও আধুনিক ও নান্দনিকভাবে তৈরি করা হবে।
এদিকে ধর্মসাগর দীঘির সামগ্রিক উন্নয়ন কাজে ৪৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার টেন্ডার প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
শহরবাসীর প্রত্যাশা—ঐতিহাসিক ধর্মসাগর এলাকাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে কুমিল্লার অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় রূপে গড়ে উঠবে।