কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীকে ভিপি ওয়াসিমের শুভেচ্ছা
কুমিল্লা প্রতিনিধি :-
মনিরুল ইসলাম ,
কুমিল্লা: কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
তিনি বলেন, “দলের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও শক্তিশালী হোক—এই আমার প্রত্যাশা।”
ভিপি ওয়াসিম বিশ্বাস প্রকাশ করেন, মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লা-৬ আসনে বিএনপি আগামীর রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।