ওসমানীনগরে হারিয়ে গেছে বাবুই পাখির বাসা
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
একসময় ওসমানীনগরের গ্রামের পথে, মাঠের ধারে কিংবা পুকুরপাড়ের গাছে ঝুলে থাকতে দেখা যেত বাবুই পাখির নিপুণভাবে বোনা বাসা। কিন্তু এখন সেই দৃশ্য প্রায় বিলীন। হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই সোনালি শিল্পী বাবুই পাখি ও তাদের কারুকার্যময় বাসা।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলায় তারা গাছের ডালে ঝুলে থাকা বাবুই পাখির বাসা দেখে মুগ্ধ হতেন। কিন্তু এখন বছরের পর বছর কেটে যায়, তবুও চোখে পড়ে না একটি বাবুই পাখির বাসাও।
পরিবেশবিদদের মতে ক্রমবর্ধমান পরিবেশ দূষণ, কৃষিজমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং গাছপালা নির্বিচারে কাটার কারণে পাখিদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ওসমানীনগরসহ আশপাশের এলাকায় বাবুই পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাবুই পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের টিকে রাখতে হলে গাছ লাগানো, কীটনাশক ব্যবহার কমানো এবং পাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।
স্থানীয় সচেতন মহল আশা করছেন, যথাযথ উদ্যোগ নিলে আবারও ওসমানীনগরের গাছের ডালে দুলবে বাবুই পাখির সুন্দর বাসা—প্রকৃতির সৃষ্টিশিল্পের এক অনন্য নিদর্শন।
ওসমানীনগর নিউজ
০৩/১১/২০২৫