সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ করায় পৌর প্রশাসনের অভিযানে জরিমানা আদায়
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় পৌর কতৃপক্ষের অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ইমারত নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পৌর প্রশাসন। রোববার (২রা নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে এ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগ রয়েছে, উপজেলার দিয়ারকৃষ্ণনাই এলাকার লক্ষী চান চৌধুরী ও তার স্ত্রী ড়েলিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী ,সঞ্জয় , হৃদয় চৌধুরী ও রাজীব সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি ভূমিতে ইমারত নির্মাণ কাজ চালিয়ে আসছিলেন। এ ঘটনায় সাংবাদিক ইসমাইল হোসেন,তৌকির আহমেদ হাসু সহ পেশাদার সাংবাদিকগণ গত শুক্রবার (৩১ অক্টোবর) তথ্য চাইতে গেলে লক্ষী চান চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী, হৃদয় চৌধুরী তাদের কে হেনস্থা ও ঠেং কেটে ফেলার হুমকি দেয়। এ নিয়ে সরিষাবাড়ী থানায় সাংবাদিক ইসমাইল হোসেন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে শনিবার (১লা নভেম্বর) রাত ৯ টার দিকে সরকারী ভ’মিতে ইমারত নির্মান করার বিষয়ে শাহীন তালুকদার লক্ষীচান এর ছেলে সঞ্জয় চৌধুরী কে জিজ্ঞাসা করলে তাকে ও তার সঙ্গীদের উপর চডাও হলে তারা চলে যান। একপর্যায়ে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহিন , যুবদল নেতা দুলাল মিয়া, লিটন মিয়া, রুবেল মিয়ার আরোও অজ্ঞাত নামা ১০/১২ জন কে বিবাদী করে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন লক্ষী চান চৌধুরী ।
এ ছাড়াও স্থানীয় নজরুল ইসলাম বাদী হয়ে লক্ষী চান চৌধুরী সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জন কে অজ্ঞাত নামা করে শনিবার(১লা নভেম্বর) রাতে একটি অভিযোগ দায়ের করেছেন। সরকারী ভ’মি দখল করে পৌর কতৃপক্ষের অনুমতি ছাড়াই ইমারত নির্মান সংক্রান্ত বিষয়ে থানায় পৃথক পৃথক ৩টি অভিযোগ দায়ের হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় পৌর প্রশাসন এ ব্যাবস্থা গ্রহন করেন।
এতে সরিষাবাড়ি থানা পুলিশের সহযোগিতায়, সরিষাবাড়ী পৌর প্রশাসন এর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন“আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”