লালমাইয়ে দারুল হিকমা ইসলামিক একাডেমির বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি :-
লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা ইসলামিক একাডেমি-তে বার্ষিক হামদ, নাত, ক্বেরাত, গজল, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদরাসার হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদরাসাটির ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এমন আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠাতা পরিচালক ও মাদরাসার মোহতামিম মাওলানা মুফতী আবু নাইম শাকেরী।
বার্ষিক প্রতিযোগিতা-২০২৫-এ তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা হামদ, নাত, ক্বেরাত ও বক্তৃতায় নিজেদের প্রতিভা ও দক্ষতার অসাধারণ প্রদর্শন করে সবার মন জয় করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচর্যাকারী মুফতী আবু নাইম শাকেরী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ আশিকুজ্জামান রোকন ও মোঃ ফয়সাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবু নাইম শাকেরী বলেন,
“ছাত্রছাত্রীদের মাঝে প্রতিযোগিতাটি ছিল এক অনাবিল আনন্দ ও উৎসাহের উৎস। আল্লাহ তা‘আলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের দীনি ও দুনিয়াবী ক্ষেত্রে আরও সাফল্য দান করুন—আমীন।”