বিশ্ব পোলিও দিবসে কুমিল্লায় রোটারির বর্ণাঢ্য আয়োজন
কুমিল্লা প্রতিনিধ :-
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে কুমিল্লা অঞ্চলের সকল রোটারি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল মাঠ থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিডিজি দিলনাশি মোহসেন।
প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই-এর সভাপতি রোটা. এ. ডি. এম. এনামুল হক জুয়েলের সঞ্চালনায় আলোচনা করেন রোটা. আবু আজমল পাঠান, রোটা. সফিকুল ইসলাম শামীম, রোটা. মো. জাকির হোসেন, রোটা. লুৎফুল বারী চৌধুরী, রোটা. প্রফেসর জামাল নাসের, রোটা. হায়াতুন্নবী মজুমদার, এবং ক্লাব প্রেসিডেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটা. অরুণ কান্তি সাহা ও রোটা. জাহাঙ্গীর হোসেন মৈশান।
বক্তারা বলেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব থেকে পোলিও নির্মূলের অঙ্গীকার ঘোষণা করে এবং ১৯৮৮ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি শুরু করে। সেই থেকে প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয়।
বক্তারা আরও জানান, রোটারির প্রচেষ্টায় বর্তমানে বিশ্বব্যাপী ৯৯.৯% পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে এখনো এই রোগ পুরোপুরি নির্মূল করা যায়নি। বাংলাদেশ ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা পায়।